আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান ভারতীয় বংশোদ্ভূত হর্ষবর্ধন সিং

মোহনা অনলাইন

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চাইছেন অনেকেই। এরই মধ্যে এবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে যোগ দিলেন আরও এক  ভারতীয় মার্কিন নাগরিক হর্ষ বর্ধন সিং। রক্ষণশীল নীতি ও মূল্যবোধ এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেই গুরুত্ব দিচ্ছেন তিনি। খবর: হিন্দুস্তান টাইমসের।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ইতোমধ্যেই অনেক রিপাবলিকান মাঠে নেমেছেন এবং সর্বশেষ এই তালিকায় সামনে এসেছেন ভারতীয়-আমেরিকান প্রকৌশলী হর্ষবর্ধন সিং। নিক্কি হ্যালি এবং বিবেক রামাস্বামীর পর ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে প্রার্থী হতে ইচ্ছুক ভারতীয় বংশোদ্ভূত তৃতীয় ব্যক্তি হয়ে উঠেছেন তিনি।

প্রকৌশলী জানিয়েছেন, রিপাবলিকান দলের পক্ষ থেকে নির্বাচনে লড়তে ইচ্ছুক তিনি। এর আগে আরও দু’জন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে মনোনয়ন পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আর এবার এক ভিডিও বার্তায় নমিনেশনের কথা জানিয়েছেন হর্ষবর্ধনও।

টুইটারে পোস্ট করা ওই ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী হর্ষবর্ধন জানিয়েছেন, তিনি আজীবন একজন ‘রিপাবলিকান’। প্রেসিডেন্ট পদের দৌড়ে নেমে মূলত দুর্নীতি নিয়েই সরব হয়েছেন হর্ষ বর্ধন সিং।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button