আখাউড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি: মোঃ মোশারফ হোসেন কবির

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় মনিয়ন্দ ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যাবধানে পরাজিত করে জয়লাভ করে ধরখার ইউনিয়ন ফুটবল একাদশ।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় আখাউড়া উত্তর ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৩-০ গোলের পরাজিত করে জয়লাভ করে পৌরসভা ফুটবল একাদশ। টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলা পর্যায়ে ২৩শে মে ও জেলা পর্যায়ে আগামী ৩১শে মে অনুষ্ঠিত হবে।