
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রথমবারের মতো ফাত্তাহ বা বিজয়ী নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে। আইআরজিসির আরোস্পেস ফোর্স এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
আজ মঙ্গলবার (০৬ জুন) সকালে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করা হয়।
আল জাজিরা বরাত দিয়ে জানা যায়, ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্র ১৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এছাড়া ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করেছে তেহরান ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ছাড়া উপস্থিত ছিলেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে।
ইরানের সংবাদ মাধ্যমে আরো জানানো হয়, এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৪ গুন বেশি দ্রুত ছুটতে সক্ষম। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে । এটি বায়ুমন্ডলের ভেতরে ও বাইরে ম্যানুভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান ক্ষমতা হচ্ছে এর গতি।