
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয় আরো ২০ জন। স্থানীয় সময় রোববার ৪৭ জন যাত্রী নিয়ে বাসটি গুইঝো প্রদেশের মহাসড়কে নিয়ন্ত্রন হাড়িয়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ২০ জনকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে জরুরি সেবা কর্মীদের মোতায়েন করা হয়।কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
এ দুর্ঘটনাটিকে চীনের সবচেয়ে বড় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বলে আখ্যায়িত করেছে চীন সরকার।