আন্তর্জাতিক

দুই দিনে ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

মোহনা অনলাইন

ফিলিস্তিনে ঢুকে ইরায়েলি সেনাদের অভিযান ও হত্যাকাণ্ড থামছেই না। অধিকৃত পশ্চিম তীরে এক অভিযানে তারা আরও পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে পশ্চিম তীরের জেরিকো অঞ্চলের আকাবেত জাবর শরণার্থী শিবিরে অভিযান চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। শিবিরটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে তারা।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

আল জাজিরার খবরে বলা হয়েছে, জেরিকোর গভর্নর জানিয়েছেন, ইসরায়েলি অভিযানে হতাহত হয়েছেন মোট ৮ জন। তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিন পাঁচজনের কথা বললেও এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা মোট সাতজনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে দুজন জেরিকোয় বন্দুকহামলা চেষ্টায় জড়িত ছিল। বাকি পাঁচজন লড়াই করতে গিয়ে নিহত হন।

পাঁচজনের মরদেহ আটকে রাখা হয়েছে। এদের মধ্যে হামাসের সদস্য রয়েছে বলেও দাবি করেছে দখলদাররা। কিন্তু নিহতদের মধ্যে নিজেদের কেউ নেই বলে দাবি করেছে হামাস।

জেরিকোয় ইসরায়েলিদের ‘গণহত্যা’ ফিলিস্তিনিদের মধ্যে ‘বিপ্লবের ইন্ধন’ জোগাবে বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি জেরিকোয় বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button