পাকিস্তানে বহুতল ভবনে আগুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বহুতল শপিংমলে আগুন লাগার পর দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে নিশ্চিত করেছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)।
‘সেন্টোরাস মল’ নামের ওই বহুতল ভবনের ফুডকোর্টে রোববার আগুনের সূত্রপাত হয় বলে জানায় জিও নিউজ।
ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগুন লাগার সময় মলে থাকা মানুষদের পেছনের দরজা দিয়ে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।
তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। খবর দ্যা ডনের।
পুলিশ ভবনটি ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না।