ভেনেজুয়েলায় ভূমিধসে নিহত ২২

ভেনেজুয়েলার রাজধানীর দক্ষিণে লাস তেজেরিয়াস শহরে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে ঘরবাড়ি ভেসে গেছে। এ ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৫২ জন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ স্থানীয় সময় রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতিকে কঠিন ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
প্রবল বৃষ্টিপাতের কারণে এল পাটো নদীর পানি বেড়ে যাওয়ার পর ভূমিধসের ঘটনা ঘটে এবং বন্যার পানি বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ভাসিয়ে নিয়ে যায়।
লাস তেজেরিয়াস ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত । চলতি বছরের লা নিনা আবহাওয়ার কারণে ভেনেজুয়েলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লা নিনা মূলত প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। এটি প্রশান্ত মহাসাগরে শীতলতা এবং সাধারণত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় আর্দ্র পরিস্থিতি নিয়ে আসে। সূত্র: বিবিসি।