মার্কিন হামলায় নিহত আল-কায়েদা নেতা জাওয়াহিরি

মার্কিন অভিযানে আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গেলো রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযান চালায় সিআইএ। সে সময় ড্রোন থেকে ছোঁড়া হয় দু’টি মিসাইলে নিহত হন ৭১ বছর বয়সী জাওয়াহিরি।
মার্কিন জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ আর সহিংসতায় জাওয়াহিরির জড়িত থাকার অভিযোগ করেন জো বাইডেন। তার মৃত্যুতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
২০১১ সালে মার্কিন অভিযানে আল কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জঙ্গি সংগঠনটির দায়িত্ব নেন জাওয়াহিরি।
২০০১ সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ার হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি। মিসরীয় এই নাগরিক পেশায় চিকিৎসক ছিলেন।