শক্তিশালী ভূমিকম্পে তুরষ্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা শতাধিক
অনলাইন ডেস্ক

তুরস্কের মধ্যাঞ্চলে ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর রাতে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে ১৬ শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৫হাজার জনেরও বেশি । এছাড়া ধ্বংসস্তুপের নিচে এখনোও অনেক মানুষ আটকা পরে আছে
এদিকে, তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে ভূমিকম্পে ৭৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৪০ জন। কর্তৃপক্ষ আন্তর্জাতিক সহায়তা চেয়ে দেশে চার মাত্রার সতর্কতা জারি করেছে। উদ্ধারকর্মী ও সরবরাহ বিমান পাঠানো হচ্ছে উপদ্রুত এলাকায়।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে দেশটির হামা, আলেপ্পো ও লাতাকিয়া প্রদেশে নিহতের সংখ্যা ২৩০ ছাড়িয়েছে আর আহত হয়েছে অনেক লোক। এসব এলাকায় অসংখ্য ভবন ভেঙে পড়েছে।
ভূমিকম্পের সময় সিরিয়ার রাজধানী দামেস্ক, লেবাননের রাজধানী বৈরুতও কেঁপে ওঠে। এ সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।
এদিকে টুইট বার্তায় জেক সুলিভান জানান, তুর্কি ও সিরিয়ায় আজকের ধ্বংসাত্মক ভূমিকম্পে মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে আমরা যেকোনো এবং সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আছি। আমরা তুর্কিয়ের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব।