সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এরনক্স

চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি এরনক্স। সুইডিশ একাডেমি এ ঘোষণা দিয়েছে।
সুইডিশ একাডেমি এক বিবৃতিতে বলেছে, অ্যানি এরনক্স তার লেখায়‘সাহস ও উপলব্ধির তীক্ষ্ণতা উপলব্ধি নিয়ে তিনি ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সম্মিলিত সংযম উন্মোচন করেন।’
এছাড়া এরনক্স ‘ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের শিকার জীবনকে পরীক্ষা করেছেন। তার লেখক হওয়ার পথ দীর্ঘ ও কঠিন ছিল।’
অ্যানি এরনক্সকে সাহিত্যে নোবেল দেওয়ার ব্যাপারে নোবেল কমিটি বলেছে, সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন তার জন্য সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি।
অ্যনি এরনক্স তার সাহিত্যে গর্ভপাত,পরিবার নিয়ে লিখেছেন।
নোবেল পুরস্কারের আর্থিক সম্মাননা হিসেবে এরনক্স পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।