এশিয়া কাপে সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
সবশেষ ম্যাচে আফগানদের হারিয়ে শীর্ষে লঙ্কানরা। আর,পাকিস্তানের কাছে হেরে ৩ নম্বরে ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই রোহিত শর্মাদের।
ইনজুরির কারণে জাদেজা ছিটকে যাওয়ার পর একাদশ নিয়ে নড়বড়ে অবস্থা টিম ইন্ডিয়ার। এদিকে,ভারতকে হারিয়ে ফাইনালের পথ সুগম করতে চায় লঙ্কানরা। দুর্বলতা পেস বোলিং ইউনিটের অনভিজ্ঞতা। আর শক্তিমত্তা দলগত নৈপুণ্য। ব্যাটিংয়ে বড় নাম না থাকলেও পার্থক্য গড়ে দেয়ার সামর্থ্য রাখে কুশল মেন্ডিস,রাজাপাকসেরা। দুদলের ২৫ বারের মুখোমুখিতে ভারতের জয় ১৭টি। ২০১৬ এশিয়া কাপে হারের বদলা নিতে প্রস্তুত লংকানরা।