টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং ম্যাচেই চমক দেখালো নামিবিয়া
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং ম্যাচেই চমক দেখালো নামিবিয়া । দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলতে এসেই এশিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে দিলো আফ্রিকার দেশটি।
গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে। ফলে ৫৫ রানে জয়ী হয় নামিবিয়া।
নামিবিয়ার বোলারদের দুর্দান্ত নিশানায় একে একে কুপোকাত হয়ে গেছেন লঙ্কান ব্যাটাররা, গড়তে পারেননি একটি ভালো জুটিও।
এদিন নামিবিয়ার সব বোলারই দুর্দান্ত পারফর্ম করেছেন। দুটি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ, ব্রেন্ডন স্কলটজ, বেন শিকোঙ্গো, ইয়ান ফ্রাইলিংক, জেজে স্মিট।