
তিনম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৯১ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।
দলীয় ৭১ রানে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি তুলে তানাকা চিভাঙ্গার বলে আউট হন তামিম। ব্যক্তিগত ২০ রানে অসাবধানতায় রানআউটের শিকার হন ওপেনার বিজয়।
এরপর ২৫ রানে মুশফিকুর রহিম ও ৩৮ রানে নাজমুল শান্তকে ফেরান মাধেভেয়ার। শেষদিকে মাহমুদউল্লাহ ৮০ ও আফিফের ৪১ রানে ভর করে ২৯০ রান করে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে সিকান্দার রাজা ৩টি ও মাধেভেয়ার ২টি উইকেট নেন।