
ভারতকে ৩-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পা রাখলো বাংলাদেশের মেয়েরা। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধে আরও এক গোল উপহার দেন সিরাত জাহান স্বপ্না।
ম্যাচে জোড়া গোল করেন স্বপ্না। অন্য গোলটি এসেছে কৃষ্ণা সরকারের পা থেকে। সপ্তম মিনিটে ভারতের জালে বল জড়ালেও ফাউলের বাঁশি বাজান রেফারি।
১১তম মিনিটে এগিয়ে বাঁ পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ডার স্বপ্না। দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।
আরোও পড়ুন : এশিয়া কাপের সেরা ১০ পারফর্মার
এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার। ম্যাচের ৫৩তম মিনিটে আবারও ভারতের জাল কাঁপান সিরাত জাহান স্বপ্না। ফলে ৩-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে সেমি-ফাইনালে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ।