সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড, বাদ অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক

নিজেদের ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ে সেমিফাইনালে নিশ্চিত করল ইংল্যান্ড। তবে বেশি দুঃকজনক বিষয় হচ্ছে বাটলারদের জয়ে ঘরের মাঠে সেমিফাইনাল খেলা হলো না অস্ট্রেলিয়ার।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস ২৪ বলে ৩৯ রানের জুটিতে ভালো শুরু করেন তারা। তবে ১৪১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
ইংলিশদের হয়ে তিন উইকেট নিয়েছেন মার্ক উড। একটি করে উইকেট পেয়েছেন রশিদ, স্টোকস, ক্রিস ওকস ও স্যাম কারান।
জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ও অ্যালেক্স হেলস দুর্দান্ত গতিতে রান তুলতে থাকেন। ৭৫ রানের উদ্বোধনী জুটিটি এসেছে মাত্র ৪৪ বলে। সেখানেই ম্যাচটা প্রায় জিতে গিয়েছিল ইংলিশরা।
তবে ঘুরে দাঁড়িয়েছিলো লঙ্কানরা। ৪৪ রানের ব্যবধানে ইংলিশদের ছয় ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচেও ফিরেছিল। কিন্তু শেষ ওভারের খেলায় হার মানতে হয়। ৩৬ বলে ৪২ রান করে ইংল্যান্ডকে জয়ের পথ দেখান বেন স্টোকস।