আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে
মুশফিকুর রহমান

যানজটের কথা ভেবে এসএসসি ও সমমানের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টায় শুরুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষাকে সামনে রেখে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। বিকেলে পরীক্ষা নেয়া হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিণ করা হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে দুর্যোগের কারণে সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত থাকবে।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরআগে গত ১৯ জুন থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।