জাতীয়

ওয়াশিংটন যাচ্ছেন রাষ্ট্রদূত পিটার হাস

মোহনা অনলাইন

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন যাচ্ছেন। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

তবে হঠাৎ করেই তার এই ঢাকা ত্যাগ করার কারণ জানা যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের নিয়ে সহিংস রাজনৈতিক বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ উদ্বেগ জানান।

এছাড়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button