ক্ষমতায় টিকে থাকতে সরকার বিরোধীদল দমনে ব্যস্ত বলে অভিযোগ বিএনপির
হুমায়ূন কবির

ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে দেনদরবার করতেই প্রধানমন্ত্রী দিল্লি সফর করেছেন বলে দাবি করেছে বিএনপি। ভারত সফরে দেশের অর্জন সম্পর্কে জাতির সামনে তুলে ধরার দাবিও জানান দলের নেতারা। বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগও করেন তারা।
গাজীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরে গণমাধ্যমেকে বলেন, ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমীমাংসিত বিষয়ে কথা না বলে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশ-জনতার কোন প্রাপ্তি নেই বলে মন্তব্য করেন তিনি।
ক্ষমতায় টিকে থাকতে সরকার বিরোধীদল দমনে ব্যস্ত বলে অভিযোগও করেন বিএনপি মহাসচিব।