
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন তিনজনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৬ জন মারা গেলেন। বর্তমানে ৩৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৪৯ জন ঢাকার বাইরের।
এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে ৬৮২ জন ঢাকার বাইরের। গত বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।