প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর ফাইভ স্টার হোটেলের মতো

মোহনা সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর ফাইভ স্টার হোটেলের মতো বলে মনে করেন জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা আবদুল হান্নান সরদার। সুন্দরবনে বাঘ, কুমির আর র‌্যাবের ভয় থেকে স্বাভাবিক জীবনে ফেরার গল্প শোনান তিনি। সমাজে আর ১০ জনের মতো বাবা-মাসহ পরিবারকে নিয়ে চলতে পারাটাই আনন্দের বলে জানান হান্নান। মোহনা টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে নানা গল্প। সুজন মিয়ার ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট।

জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আবদুল হান্নান সরদার নিজের জীবনের গল্প শোনান মোহনা টেলিভিশনকে। একজন সাংবাদিকের কল্যাণে প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা পেয়ে, পরিবারের সঙ্গে বেঁচে থাকাই এখন স্বপ্ন তার।

ভূমি ও গৃহহীন হওয়ায় বাগেরহাটে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন স্বাভাবিক জীবনে ফেরা হান্নানসহ ১৩ জন জলদস্যু। ঘর পেয়ে আবেগ আপ্লুত তিনি।

শুধু হান্নান সরদারই নয়, যারাই দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবে, তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

হান্নান সরদারদের ভবিষ্যত প্রজন্মও সুন্দর জীবন পাবে, এমন প্রত্যাশা সবার।

author avatar
Editor Online
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button