বাংলাদেশের প্রয়োজনে সবসময় পাশে থেকেছে ভারত
মাইনুল হোসেন পিন্নু

সংকট বা প্রয়োজনের সময় বাংলাদেশ যা চেয়েছে, ভারত সরকার তার সবটাই দিয়েছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, ভারতের সহযোগিতায় সরকার সন্তুষ্ট। তিস্তার পানিবণ্টন সমস্যাও সমাধান হবে বলে জানান ওবায়দুল কাদের। আন্দোলনের নামে দেশে কোন বিশৃঙ্খলা হলে জনগণকে নিয়ে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।
সচিবালয় সাংবাদিকদের সংগঠন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মাসেতু, মেট্রোরেল, বিআরটি ও বঙ্গবন্ধু টানেলসহ নিজ মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরেন তিনি।
পরে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হচ্ছে ভারত। বিএনপি নেতারা নিজ দলের মধ্যেই গণতন্ত্র রাখেনি উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতা হলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।
অন্য এক প্রশ্নে ওবায়দুল কাদের জানান, মন্ত্রিসভায় রদবদল হবে কী-না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।