বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪র্থ
রেযা খান

বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪র্থ আর দক্ষিণ এশিয়ায় প্রথম।এমন তথ্য জানিয়ে বাল্যবিয়েকে মানবসৃষ্ট জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও বললেন এটি ভয়ঙ্কর এক সামাজিক ব্যাধী। তবে সবাই সচেতন থাকলে বাল্যবিয়ে রোধ করা অসম্ভব কিছু নয়।
কাওরান বাজারে বাল্যবিবাহ নিয়ে এক গোলটেবিল আলোচনায় জানানো হয়, বাংলাদেশে ৫২ শতাংশ শিশু বাল্যবিবাহের শিকার। যা দক্ষিণ এশিয়ায় প্রথম ও সারাবিশ্বে ৪র্থ।
এতে উদ্বেগ জানিয়ে বাল্যবিবাহকে মানবসৃষ্ট জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানান বিশিষ্টজনেরা। বাল্যবিবাহকে ভয়ঙ্কর সামাজিক ব্যাধী আখ্যা দিয়ে পরিকল্পনা মন্ত্রী বললেন, এটি বন্ধ করা দুরূহ হলেও অসম্ভব নয়।
সরকারের একার পক্ষে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। এজন্য গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। বলেন পরিকল্পনা মন্ত্রী।