মশা নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় মিয়ামির কর্মপন্থা কাজে লাগাতে চায় ডিএনসিসি

নাসির উদ্দিন

মশা নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরের কর্মপন্থা কাজে লাগাতে চায় ডিএনসিসি। তবে মশক নিধনে সঠিক পদ্ধতি প্রয়োগে কিছুটা সময় লাগবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্র সফর নিয়ে মতবিনিময়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, নগর উন্নয়নে দক্ষ জনশক্তি দরকার হলে বিবেচনা করবে তার দেশ। আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে এ ব্যাপারে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা জানান,আইনমন্ত্রী আনিসুল হক।

সম্প্রতি ২০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহর সফর করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সোমবার সাংবাদিকদের সামনে সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। বলেন, ঢাকা ও মিয়ামির আবহাওয়ার ধরন একই। তাই মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সবক্ষেত্রেই শহরটির কর্মপন্থা অনুসরণ করা যেতে পারে।

এসময় বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়কে অসাধারণ আখ্যা দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে,আশা জানান আইনমন্ত্রী।

পরে প্রশ্নোত্তর পর্বে ডিএনসিসি মেয়র বলেন, মিয়ামির কর্মপন্থা প্রয়োগে অনেক চ্যালেঞ্জ আছে। বিশেষ করে মশার ধরন শনাক্তে ল্যাব প্রয়োজন। তাই পুরোপুরি সফল হতে কিছুটা সময় লাগতে পারে।

যত্রতত্র পোষ্টার লাগিয়ে যারা শহরের সৌন্দর্য নষ্ট করছে, তাদের বিরুদ্ধে ২১ ফেব্রুয়ারির পর অভিযানে নামার ঘোষণাও দেন মেয়র আতিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button