মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : আইজিপি
রেযা খান

রাজধানীর মার্কেটে একের পর এক আগুন লাগার পেছনে নাশকতা থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দরিদ্রদের মাঝে ইফতার ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে ইফতারি ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে একের পর এক মার্কেটে আগুন লাগার ঘটনায় উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে আগুনের ঘটনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে থাকার কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। মার্কেটে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে এসবের পেছনে কোন নাশকতা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
পরে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রি ও নগদ টাকা বিতরণ করা হয়।