খালেদা জিয়ার কিছু হলে দায়িত্ব নিতে হবে সরকারকেই- ফকরুল

মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুযোগ না দেয়ায় বিএনপি চেয়ারপারসনের কোন ক্ষতি হলে, দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ সময়, অসুস্থ বেগম জিয়ার মুক্তি দাবি করেন নেতারা।
বিএনপি মহাসচিব জানান, উন্নত চিকিৎসার অভাবে চেয়ারপারসনের কিছু হলে, তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।
এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আগের মতো এবারও দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া।