পদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে : ওবায়দুল কাদের
নাসির উদ্দিন

পদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে। এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে পরাজিত হয়ে দলটি রাজনীতিতেও নিশ্চিহ্ন হবে।
আজ শনিবার(২৮ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মসূচিতে তিনি বলেন, ৫৪টি দল নিয়ে বিএনপির জোট একটি জগাখিচুরী ঐক্য। অনুষ্ঠানে দলের অন্য নেতারা বলেন, ষড়যন্ত্র আর সন্ত্রাস করে আওয়ামী লীগকে হাঠানো যাবে না।
রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ করে মহানগর উত্তর আওয়ামী লীগ। কর্মসূচিতে সহযোগী সংগঠন ও দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি সবসময় ষড়যন্ত্রের রাজনীতি করে। জনগণকে নিয়ে এদের প্রতিহত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে নানা হম্বিতম্বি করেছে বিএনপি। কিন্তু তাদের গণজোয়ার মরা গাঙ্গে পরিনত হয়েছে। বিএনপির জোট আর ঐক্যের রাজনীতি কখনোই সফল হবে না।
আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে জয়-পরাজয় যাই হোক তার দল জনগণের পাশেই থাকবে।