
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুতখাতে দুর্নীতির প্রতিবাদে আগামী ৮জুন বৃহস্পতিবার বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।দেশব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচি চলবে দেশের বিদ্যুৎ অফিস গুলোর সামনে।
আজ মঙ্গলবার (০৬ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, দেশে চলছে ভয়াবহ লোডশেডিং। একই সঙ্গে চলছে বিদ্যুৎ খাতে দুর্নীতি। এর প্রতিবাদে আগামী ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান করে স্মারকলিপি দিবো আমরা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অনেকে।