রাষ্ট্রপতি পদে আ.লীগের প্রার্থী দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন
অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু।
দেশের ২২ তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাবেক দুদক কমিশনার মো. সাহাবুদ্দিনের নামে মনোনয়ন পত্র জমা দিয়েছে আওয়ামী লীগ।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসে। এসময় মো. সাহাবুদ্দিন এ দলের সঙ্গেই কমিশনে আসেন। এরপর দলটি সিইসি ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা কাজী হাবিবুল আউয়ালের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
এরপর সাংবাদিকদের ওবায়দুল কাদের দলের প্রার্থী হিসেবে দুদকের সাবেক এ কমিশনারের নাম নিশ্চিত করেন। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব জাহাংগীর আলম। বলেন, আর কোনো প্রার্থী না থাকলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিইসি সিদ্ধান্ত জানাবেন। সাহাবুদ্দিনের নামে আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি। এর একটি ওবায়দুল কাদের ও আরেকটি হাছান মাহমুদ প্রস্তাব করেছেন।