রাষ্ট্রপ্রতি নির্বাচিত হওয়ায় নিজ জেলা পাবনায় আনন্দের মিছিল
পাবনা জেলা প্রতিনিধি

মো. সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার খবরে আনন্দের বন্যা বইছে নিজ জেলা পাবনায়। দুদিন ধরে আনন্দ মিছিলের পাশাপাশি পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করেন সর্বস্তরের মানুষ।
রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার পরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়তে থাকে সাবেক দুদক কর্মকর্তা মো. সাহাবুদ্দিন জন্মস্থান পাবনায়। আর কোন প্রার্থী না থাকায় আগের দিনই নিশ্চিত হয়ে যায় তার রাষ্ট্রপ্রধান হওযার বিষয়টি। তাতেই পাবনা পরিণত হয় মিছিলের শহরে।
রাত গড়িয়ে দুপুর। নির্বাচনের কমিশনের ঘোষণার পর আরেক দফা আনন্দে মাতে পাবনাবাসী। প্রথমবারের মতো রাষ্ট্রপতি পেয়েছে পাবনা। তাই উচ্ছ্বাস-আনন্দ যেন সীমা ছাড়িয়ে যায় সবার। মিছিলশেষে বিতরণ করা হয় মিষ্টান্ন।
মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতাও জানান পাবনাবাসী।