Site icon Mohona TV

রূপপুরের মালমাল নিয়ে মোংলা বন্দরে রূশ জাহাজ এম,ভি ইয়ামাল অরলান

রূপপুরের মালমাল নিয়ে মোংলা বন্দরে রূশ জাহাজ 'এম,ভি ইয়ামাল অরলান। ছবি: মোহনা সংবাদ

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী বিদেশি বানিজ্যিক জাহাজ এম,ভি ইয়ামাল অরলান। মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সি লিঃ এর খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২১২১ মেট্রিক টন মেশিনারী পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এম,ভি ইয়ামাল অরলাম।

এ জাহাজটি মঙ্গলবার (০৩অক্টোবর) দুপুর ১ টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে থাকা ৬৬৮ প্যাকেজের মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয় বিকেল থেকেই। খালাসকৃত এ পণ্যের অধিকাংশই সড়ক পথে আর স্বপ্ল মালামাল নদী পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রুপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি স্যাপোডিলা।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version