শুধু গাইবান্ধা উপ-নির্বাচন নয়,কোন নির্বাচনেই সরকার হস্তক্ষেপ করবে না: ওবায়দুল কাদের

রেযা খান

শুধু গাইবান্ধা উপ-নির্বাচন নয়,কোন নির্বাচনেই সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাইবান্ধায় কেন সব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হলো, তা তাদের কাছে ষ্পষ্ট নয় বলেও জানান তিনি।

রাজধানীর বছিলায় ঢাকা নগর পরিবহন বাস সেবার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডিসি-এসপিরা আওয়ামী লীগের ক্যাডার, বিরোধীদলের এমন দাবি নাকচ করে দেন ওবায়দুল কাদের।

রাজধানীর সড়কে শৃংখলা ফেরাতে ও যানজট কমাতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে ঘাটারচর থেকে কদমতলী এবং একই স্থান থেকে ডেমরা স্টাফ কোয়াটার- এই দুই রুটে ৫০ টি নতুন বাস সংযোজনের মাধ্যমে ঢাকা নগর পরিবহন সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার দুই সিটি মেয়র জানান, ঢাকার রাজপথে অনুমতিবিহীন কোন যানবাহন চলতে দেয়া হবে না।

অনুষ্ঠানে গাইবান্ধ-৫ আসনের উপ-নির্বাচন নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে আওয়ামীলীগের প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের।

প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগের ক্যাডার, বিরোধীদলের এমন দাবিরও কড়া সমালোচনা করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button