Site icon Mohona TV

নাটোরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

নাটোরে ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। প্রতীকী ছবি

নাটোরের সদর উপজেলার চাঁদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিকদের বহন করা ভ্যানে ধাক্কা লাগে। এসময় ট্রাক চাপায় সাথী আক্তার (৩০) নামের তিন সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেশমা, সোহাগী ও মল্লিকা নামের আরো তিন নারী শ্রমিক। নিহত সাথী পুঠিয়ার ঝলমলিয়া এলাকার হিমেল বাদশার স্ত্রী।

নিহতের স্বজন ও আহতরা জানান, তারা নাটোরের কিষোয়ান নামের একটি কোম্পানিতে সারারাত কাজ করে। আজ সকালে কোম্পানির নিজস্ব গাড়ীতে তাদের বাড়ী পৌছে দেয়ার কথা থাকলেও তারা গাড়ী না পেয়ে ভ্যানে আসছিলেন ভ্যানে।

ভ্যানটি চাঁদপুরে এলে হরতাল সমর্থকরা একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে। এসময় ট্রাকটি দ্রুত পালাতে গিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ৪জন নারী শ্রমিক গুরুতর আহত হন। রামেক হাসপাতালে নেওয়ার পথে সাথী আক্তার মারা যান।

Exit mobile version