সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের খোঁজ নিতে নেতাকর্মীদের নির্দেশনা প্রধানমন্ত্রীর
মাইনুল হোসেন পিন্নু

ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের খোঁজ নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমণ্ডিতে কেন্দ্রীয় নেতাদের যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে কোনো ফরমায়েশি গণতন্ত্র মেনে নেবে নেয়া হবে না।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে ভার্চুয়ালি যুক্ত দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের ছুটিতে জনগণের ভালোমন্দের খবর নিতে সবাইকে নির্দেশনা দেয়ার পাশাপাশি দ্রুত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন,বিদেশিদের কাছে বিএনপি যতই ধর্ণা দিক না কেন,কোনো ফরমায়েশি গণতন্ত্র মেনে নেবে না আওয়ামী লীগ।
রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করতে বিএনপি যে অশুভ তৎপরতা শুরু করেছে তা মোকাবিলায় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংবিধান অনুযায়ী সময়মতোই নির্বাচন হবে এবং সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।