সরকার নিরুপায় হয়ে জ্বালানিমূল্য বৃদ্ধি করেছে: কাদের
হুমায়ূন কবির

লুটপাটের টাকা হালাল করতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববাজারে দাম বাড়ার কারণেই সরকার নিরুপায় হয়ে জ্বালানিমূল্য বৃদ্ধি করেছে।আন্তর্জাতিক বাজারে দাম কমলেই মূল্য সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদল আয়োজিত বিক্ষেোভ সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিনা নোটিসে জ্বালানিতেলের মূল্য বাড়ানোয় সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, সরকারের এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।
এদিকে, রাজধানীতে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের বক্ত্যবের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, যাদের দুর্নীতির দুর্গন্ধে ভূত-ও পালিয়ে যায়, তারাই সব কাজে দুর্নীতির দুর্গন্ধ খুঁজে বেড়ায়।
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিশ্ববাজার স্বাভাবিক হলেই দেশে দাম সমন্বয় করা হবে।
ওদিকে, কুমিল্লায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়ে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক জানান, দেশ বাঁচাতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীর অর্থনীতিতে অস্থিরতা চলছে বলেও জানান তিনি।