অর্থনৈতিক মন্দা কিংবা সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় যুবসমাজকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
নাসির উদ্দিন

অর্থনৈতিক মন্দা কিংবা সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় যুবসমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। সরকার প্রধান বলেন, উন্নত দেশ গড়তে প্রশিক্ষিত জনশক্তির বিকল্প নেই। তাই দক্ষ ও অদক্ষ বাছাইয়ে ডাটাবেজ তৈরির কাজ চলছে। শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের নিজ দক্ষতায় আত্মনির্ভরশীল হওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী।
দেশের ৬৭ লাখ ৬৫ হাজার ৪৯ জন যুব ও যুব মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এরমধ্যে স্বাবলম্বী হয়েছেন ২০ লাখ ৩২ হাজার ৪৪১ জন। কর্মসংস্থানের জন্য প্রায় ১০ লাখ যুবকের মাঝে যুবঋণ বিতরণ করে অধিদপ্তর।
প্রশিক্ষণ শেষে আত্মনির্ভরশীলতার দৃষ্টান্ত স্থাপন করা ২১ যুব ও যুব মহিলাকে পুরস্কৃত করে সরকার। জাতীয় যুব দিবসে, আত্মকর্মী, স্বেচ্ছাসেবক ও যুব সংগঠক ক্যাটাগরিতে মনোনীতদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সরকর প্রধান।
বক্তব্যে তিনি বলেন, দেশ গঠনে যুবসমাজের প্রতিভা ও কর্মদক্ষতা সবচেয়ে জরুরি। এই জনগোষ্ঠীকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করছে সরকার।
আরোও পড়ুন : রোহিঙ্গা সংকট সমাধানের নতুন সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যে কোন দুর্যোগে তরুণদের ভূমিকা রাখতে হবে। কেবল চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।