আগামী মাস থেকে লোডশেডিং সহনীয় করার চেষ্টা চলছে : নসরুল হামিদ

রেযা খান

জ্বালানি খরচ মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে স্বীকার করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভোগান্তি লাঘবে নভেম্বর থেকে লোডশেডিং সহনীয় পর্যায়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। রাজধানীতে জ্বালানি বিষয়ক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, এক বছরের মধ্যে ১ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা শীর্ষক জাতীয় সংলাপে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার পক্ষ থেকে এ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরা হয়।

এক বছরের মধ্যে এক হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের কথা জানিয়ে বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জমির স্বল্পতার কারণে নবায়ণযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আগামী মাস থেকে লোডশেডিং সহনীয় করার চেষ্টা চলছে। বিদ্যুৎ সংকট দূর করতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান নসরুল হামিদ বিপু।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button