দেশের বিভিন্ন প্রান্তে নির্মিত শত-সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নাসির উদ্দিন

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে নিজস্ব সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সরকারের পক্ষ থেকে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। সকালে দেশের ২৫ জেলায় একশ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যোগাযোগসহ অর্থ-সামাজিক খাতে দেশে ব্যাপক পরিবর্তন এসেছে। যুদ্ধের অভিঘাত মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী এবং উৎপাদন বাড়ানোর আহ্বানও জানান সরকার প্রধান।
দুর্গম পাহাড় থেকে শুরু করে পশ্চাৎপদ হাওড় অঞ্চল, সবখানেই লাগছে পরিবর্তনের ছোঁয়া। যার প্রমাণ, দেশের বিভিন্ন প্রান্তে একসঙ্গে একশ সেতু উদ্বোধন। এসব সেতুর মোট দৈর্ঘ্য ৫ হাজার ৪শ ৯৪ মিটার। নির্মাণে ব্যয় হয়েছে ৮শ ৭৯ কোটি ৬২ লাখ টাকা। যার পুরোটাই সরকারের অর্থায়ন।
গণভবন থেকে দেশের বিভিন্ন প্রান্তে নির্মিত শত-সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন সুনামগঞ্জ, বরিশাল, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার মানুষ।
বক্তব্যে শেখ হাসিনা বলেন, একসঙ্গে এতো সেতুর উদ্বোধন ঐতিহাসিক ব্যাপার। সরকার কাজ করছে বলেই তৃণমূল থেকে শহর পর্যন্ত উন্নয়ন সম্ভব হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিগ্রহের ধকল বাংলাদেশকেও পোহাতে হচ্ছে। কষ্ট সহনীয় মাত্রায় রাখতে সামর্থ্য অনুযায়ি সবাইকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি।
ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলায় উদ্বেগ জানান সরকারপ্রধান। বলেন, ব্যক্তিগত সচেতনতা না বাড়া পর্যন্ত এডিস মশা নির্মূলে কোনো অভিযানই কাজে আসবে না।
প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশে কখনো মন্দা আসেনি। জনগণের মৌলিক চাহিদা পূরণে তার সরকার সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।