জেলের জালে ধরা পড়লো সাড়ে ৩ মন ওজনের বিরল প্রজাতির মাছ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মিলন মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ব্লু-মার্লিন ফিস। এটির ওজন ১ শ‘ ৩৫ কেজি।

গতকাল সকালে বঙ্গোপসারের সোনার চর পয়েন্ট থেকে মাছটি ধরা পরে। পরে আজ দুপুর তিনটার দিকে মাছটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের মাসুদ মোল্লার আড়তে নিয়ে আসা হয়। এসময় এ মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

উপকূলে এ মাছের চাহিদা কম থাকায় বাচ্চু মিয়া নামের এক মাছ ব্যবয়াসী এটিকে ১৫ হাজার টাকায় কিনে নেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছের বৈজ্ঞানিক নাম ম্যাকাইরা নিগরিক্যানস। এই মাছ অনেক দ্রুত গতির। এটি ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।  ব্লু-মার্লিন সাধারনত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যায়।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button