বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়কের স্ত্রীকে বহনকারী প্রাইভেটকারের চাপায় কাঠমিস্ত্রী নিহত

আব্দুল জলিল, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়কের স্ত্রীকে বহনকারী দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় কাঠমিস্ত্রী নিহত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় সাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩৭) নামের এক কাঠমিস্ত্রী নিহত হন ঘটনাস্থলেই। নিহত সাইফুল স্থানীয় বকচরা গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

বুধবার(০৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম(৩৭)। তিনি সাতক্ষীরার বকচরা এলাকার বাসিন্দা। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। তার নাম সুজন শেখ (৩৬)। তিনি  গোপালগঞ্জ জেলার বাসিন্দা। ঘাতক প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে বহন করে নিয়ে যাচ্ছিলো। এঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয় এবং রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে দেয়। পরে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী বকচরা গ্রামের আবুল বাশার মোহনা টিভিকে জানান,  বুধবার বেলা ১১টার দিকে সাইকেল চালিয়ে বড় বাজারে যাওয়ার সময় বকচরা এলাকায় কাঠমিস্ত্রী সাইফুল ইসলাম এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-২৩-৭২১৯) সাইফুলকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চালক সুজন শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত সুজন শেখ নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরুল ইসলামের প্রাইভেটকার চালান। বুধবার  সকালে ঢাকা থেকে বিজিবির ওই কর্মকর্তার স্ত্রীকে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌছে দেওয়ার জন্য বের হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস এম কাইয়ূম জানান, ঘাতক প্রাইভেটকারটি ও তার ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবকিছু পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, অসাবধনতা বশতঃ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে বহন করছিল। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে।

 

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button