বিনোদন

আসছে জওয়ান-২!

মোহনা অনলাইন

হু হু করে বাড়ছে ‘জওয়ান’-এর আয়। জানা গেছে, তিনদিনে বিশ্বব্যাপী ‘জওয়ান’-এর আয় হয়েছে ৩৫০ কোটি। এক কথায় বলা যায় ‘জওয়ান’ ব্যবসাসফল একটি ছবি। এদিকে আরেক ইঙ্গিত দিল ‘জওয়ান’! আসবে নাকি ‘জওয়ান-২’?

কিং খানকে দেখা গেছে কখনও বিক্রম চরিত্রে আবার কখনও আজাদ হয়ে। ছবিতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই ছিল মুখ্য বিষয়। সিনেমার গল্পে ডুবে গেছেন ভক্তরা। সাফল্যের মোড়ক উন্মোচন হচ্ছে প্রতিদিন।

তবে শাহরুখের ইঙ্গিতে জল্পনা আরও গাঢ় হয়েছে। ‘আস্কএসআরকে’ সেশনে পাওয়া গেল সেই ইঙ্গিত। একজন অনুরাগী শাহরুখকে বলেই বসেন, ‘আপনি ছবিতে কালীর সঙ্গে একজোট হতে পারতেন।’ কালী হল জওয়ান ছবির খলনায়কের নাম।  তিনি বলেন, ‘‘কালীর কালো টাকা তো এই ছবিতে নিয়ে নিয়েছি।’ 
 
‘এবার দেখো, অন্যদের সুইস ব্যংকের টাকাও নিয়ে নেব। শুধুমাত্র ভিসার অপেক্ষায় রয়েছি।’ শাহরুখের এই জবাবের পরই জল ঘোলা হতে শুরু করেছে। তাহলে কি সত্যি ‘জওয়ান-২’ আসতে চলেছে? 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button