নিজের মৃত্যুর গুজব শুনে হতবাক হানিফ সংকেত

বাংলাদেশের দর্শকনন্দিত টেলিভিশন উপস্থাপক, লেখক ও নাট্যকার হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়ায়। এমন গুজবে হানিফ সংকেত নিজেও হতবাক ।
জানা যায়, মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিফ সংকেতের মৃত্যু নিয়ে পোস্ট দিন অনেক নেটিজেন। কিন্তু, মৃত্যুর খবর পুরোপুরি গুজব বলে নিশ্চিত করেছেন হানিফ সংকেত নিজেই।
বুধবার (২৫ মে) বিকালে মোহনা টিভিকে ফোনে হানিফ সংকেত জানান: আমার মৃত্যু সংক্রান্ত একটি গুজব ছড়ানো হয়েছে কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ আছি। গুজবের বিষয়টি নিয়ে খুবই চিন্তিত আছি। এমন নোংরা কাজ যে বা যারা করেছে তার বিষয়ে আইনআনুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । এবং তিনি সকলের প্রতি অনুরোধ করে বলেন এমন গুজব যাতে ভবিষ্যতে আর না ছড়ানো হয় ।