Site icon Mohona TV

বলিউডে অভিষেক হচ্ছে আমির পুত্র জুনায়েদের

আমির পুত্র জুনায়েদ। ছবি: সংগৃহীত

এবার বলিউডে পা রাখছেন আমির খান পুত্র জুনায়েদ খান। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মহারাজা’। যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিনয়ে অভিষেক করতে যাচ্ছেন জুনায়েদ। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
জুনায়েদ খানের থিয়েটারে যাত্রা শুরু হয়েছিল আগস্ট ২০১৭ সালে পরিচালক কোয়াসার ঠাকুর পদমসির বার্টল্ট ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ অবলম্বনে একটি যুদ্ধের নাটকের ওপর ভিত্তি করে।

তবে থিয়েটারের পাশাপাশি আমির পুত্রকে খুব জলদিই দেখা যাবে সিনেমায়। বাবার পথে হেঁটেই বিনোদন জগতের নায়ক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
যশ রাজ ফিল্মসের ‘মহারাজ’-এর মাধ্যমে ডেবিউ হবে জুনায়েদের। তার আরও একটি সিনেমার খবর পাওয়া গেছে। যেখানে তিনি হবেন রোম্যান্টিক হিরো। নিখাদ প্রেমের সিনেমা হবে সেটি। আর জুনায়েদের বিপরীতে থাকবেন দক্ষিণের সাই পল্লবী।
সিনেমায় দেখানো হবে, কীভাবে একজন সাংবাদিক সমাজের জন্য একটি শক্তিশালী ভূমিকা গ্রহণ করে জনসাধারণের হিরো হিসেবে আবর্তিত হয়। নির্ভীক সাংবাদিক এমন কিছু ঘটনার সত্য উন্মোচন করেন যা সমাজের ভিত্তিকে নাড়িয়ে দেয়। এমনই দুর্দান্ত এক গল্প উঠে আসবে এই সিনেমায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, তার ছেলে কোনও সুপারিশে নয়, কাজ পেয়েছে নিজের যোগ্যতায়। বারবার গিয়েছেন কাস্টিং ডিরেক্টরদের কাছে। অডিশনও দিয়েছেন। প্রত্যাখ্যানের মুখেও পড়তে হয়েছে তাকে। কিন্তু ছাড়েননি হাল। সুযোগ না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন।
উল্লেখ্য, জুনায়েদ আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের সংসারের প্রথম সন্তান। রীনার সঙ্গে আমিরের আরেকটি সন্তান রয়েছে। তাদের মেয়ে ইরা খান। আমির পরে কিরণ রাওকে বিয়ে করেন। সেই সংসারেও তাদের এক ছেলে রয়েছে, যার নাম আজাদ রাও খান। সম্প্রতি আমির এবং কিরণের বিবাহবিচ্ছেদ হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version