মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালীন পুলিশের উপর জেলেদের হামলা,আটক ৩১ 

রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালীন পুলিশের উপর জেলেরা হামলা করেছে। হামলায় ৫ পুলিশ সদস্য ও ৫ জন জেলেসহ মোট ১০ জন আহত হয়েছেন। এসময় ২ হাজার ৩৪৭ মিটার কারেন্ট জাল ও ১ টি নৌকা জব্দ করা হয়।

রোববার রাতে  চাঁদপুর সদর উপজেলার লক্ষিরচর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত  পদ্মা মেঘনা নদী থেকে মাই ইলিশ ধরার সময়৩১ জেলাকে আটক করেছে নৌ পুলিশ।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

আহতরা হলেন চাঁদপুর নৌ থানার এসআই রেদওয়ান, কন্সটেবল আলিম, বখতিয়ার, আলী আকবর ও শরিফুল। আর আহত জেলেরা হলেন ইমরান সরকার, শাহজালাল, কামরুল, ওয়াজ কুরুনি, রাজিব। আহতরা সকলে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

অভিযানে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচএম ফখরুল, নৌ থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

আহত জেলে ইমরান সরকার জানায়, মতলব উত্তর উপজেলার চিরারচর ঘাট থেকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষিরচর নামক স্থানে নদীতে মাছ ধরতে যায় তারা। এ সময় হঠাৎ করে নৌ পুলিশ ও কোস্টগার্ড তাদেরকে এলোপাথাড়ি মারধর করে। এতে তাদের সাথে থাকা শাহজালাল, কামরুল, ওয়াস কুরুনি, রাজিব আহত হয়। নৌকাতে থাকা বাকি জেলেরা লাফিয়ে পানিতে পড়ে যায়।

চাঁদপুর নৌ—থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা—মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোষ্টগার্ড যৌথ অভিযান করে। লক্ষিরচর এলাকায় জেলেরা হঠাৎ পুলিশের উপর হামলা চালায়। জেলেদের ছোঁড়া ইট—পাটকেল এর আঘাতে ৫ পুলিশ আহত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে ।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষা অভিযানের পূর্বেও জেলেদের হামলায় এক পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। সে ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button