অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রেস্তোরাঁকে জরিমানা!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে গাজীপুরের শ্রীপুরের ক্যাফে আফসার এন্ড রেস্তোরাঁ ও দইয়ের হাট নামক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২ এপ্রিল) সন্ধ্যার পূর্ব মুহূর্তে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আল মামুন।
আদালত সুত্রে জানা যায়, শ্রীপুরের মাওনা এলাকায় হোটেলের সামনে রাস্তার ওপর উন্মুক্ত স্থানে খোলা খাবার বিক্রি হচ্ছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আইনে মাওনা চৌরাস্তার ক্যাফে আফসার এন্ড রেস্তোরাঁকে ১০ হাজার ও একই এলাকায় অবস্থিত দইয়ের হাট নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়। আগামীতে এমন পরিবেশে খাবার বিক্রি করবেননা বলে অঙ্গীকার করেন ব্যবসায়ীরা।
আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি আল মামুন দৈনিক মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, রমজানে খাবারের মান নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকের এ অভিযান। স্বাস্থ্য সম্মত পণ্য বিক্রি ও পরিবেশনের মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।