আখাউড়ায় কালবৈশাখী ঝড়ে টানমান্দাইল গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টানমান্দাইল গ্রামে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছ। গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গ্রামের উত্তর ও পশ্চিম পাড়ায় ঝড়ে প্রায় ২৫টি বসত ঘর সম্পুর্ন বিধ্বস্ত হয়েছে। সম্পুর্ণ গ্রামে গাছপালার ব্যাপক ক্ষতি হয়, এছাড়াও বেশ কিছু বাড়িঘর আংশিক ক্ষতি হয়েছে।
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক ও স্থানীয় লোকজন জানান, এই কালবৈশাখী ঝড়ে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির হয়েছে বলে মনে করেন।
ঝড়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জননপ্রতিনিধিগন ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে তাদের সবধরনের সহযোগিতা করা হবে বলে জানান।