আমাদের দেশের ছেলেমেয়েরাও মহাকাশে যাবে
শেরপুর প্রতিনিধি

আমাদের দেশের ছেলেমেয়েরাও মহাকাশে যাবে। আমরা সরকারিভাবে যা বরাদ্ধ পাই, তা জনগণের মাঝে পাই পাই করে বিতরণ করি।
বুধবার দিনব্যাপী শেরপুরের নালিতাবাড়ী গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে সোলার বাতি, সোলার ফ্যান ও নগদ অর্থ বিতরণের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি মসজিদ, মন্দির ও আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝেও টিন আর নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল নালিতাবাড়ী)-আফরোজা নাজনীন, কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সম্পাদক-আলহাজ মোশারফ হোসেন, ওয়াজকুরুনী, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।