ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে নছিমন চালকের আত্মহত্যা
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় ঋণের চাপে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে জুয়েল মোল্লা (২৫) নামে এক নছিমন চালক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রাম এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হান্নান মোল্লার ছেলে। তার ৮বছর ও দুই বছরের পুত্র সন্তান আছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল মর্গে পাঠায়।
জানা যায়, বাড়িতে কেউ না থাকায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঋণের চাপে নিজ শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে জুয়েল।
নিহতের পরিবার জানান, জুয়েল একাধিক এনজিও থেকে ৮০ হাজার টাকার ঋণ নেন। এই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবারের দাবী। তার স্ত্রী ও দুটি সন্তান অসহায় হয়ে পড়েছে।
আরোও পড়ুন : হবিগঞ্জে ৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন বলেন, জুয়েল আত্মহত্যার করার পর তার পরিবার অসহায় হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারের পাশে থাকবো।