কুমিল্লায় র্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক
তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা প্রতিনিধি

ডাক্তার হিসেবে পরিচয় ও বিশ্বাস অর্জন এবং প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া প্রতারক ভুয়া ডাক্তার আব্দুস সালাম মুকুলকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার নিকট হতে দুইটি ভুয়া ডাক্তারী আইডি কার্ড ও তার নিজস্ব ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানান, সে বিভিন্ন সময় একই পন্থা অবলম্বন করে সাভার, গাজীপুর, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল বলে স্বীকার করে এবং এই প্রক্রিয়া অবলম্বন করে ইতিমধ্যে সে কয়েকজনের নিকট হতে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।