কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যাকান্ডের কিশোর গ্যাং এর লিডারসহ ৬ জন গ্রেফতার
তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর নগর উদ্যানের পাশে শাহাদাত হোসেন নামের এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ জনকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
রবিবার বেলা ১১ টায় নগরীর শাকতলা র্যাব অফিসে সংবাদ সম্মেলনে র্যাব- ১১ এর কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো ফৌজদারি এলাকার মফিজাবাদ কলোনীর কিশোর গ্যাং রতন গ্রুপের গ্রুপ লিডার মোঃ রতন , আকাশ হোসেন , মোঃ সিয়াম হোসেন, এছাড়া নগরীর ভাটপাড়া এলাকার মোঃ তানজীদ , কালিয়াজুড়ি এলাকার মোঃ ইয়াসিন আরাফাত রাসেল, সদর উপজেলার বাঘমারা গ্রামের আসিফ হোসেন রিফাত ।
আসামীদের গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২ টি সুইচ গিয়ার ছোরা, ৪ টি বড় ছোড়া, ১ টি এন্টিকাটার ছোরা উদ্ধার করা হয়। র্যাব কমান্ডার মেজর সাকিব জানান, গ্রেফতারকৃতরা সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো বলে স্বীকার করে।