কুমিল্লায় ৬২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২মাদক কারবারি আটক
তাওহীদ হোসেন মিঠু,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার গোবিন্দপুর এলাকা থেকে ৬২কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ানল গ্রামের কাজী আব্দুর রশিদ এর ছেলে কাজী রবিউল ইসলাম এবং একই থানার কোদালিয়া গ্রামের মৃত আব্দুল রশিদ এর ছেলে ইছাহাক।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।